হোম > সারা দেশ > কুমিল্লা

নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর লাশ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুর থেকে মোহাম্মদ রাফি (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার বেলা ১১টার দিকে পৌরসভার মধ্যম চাঁন্দিশকরায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি চাঁন্দিশকরা মধ্যমপাড়ার মো. শহীদুল ইসলাম রাজুর ছেলে। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। 

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার পর থেকে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে একই দিন রাত ১০টায় চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। আজ বেলা ১১টার দিকে পৌরসভার মধ্যম চাঁন্দিশকরায় নিখোঁজ শিশুর বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখেন হাজি রইচ রহমান নামে প্রতিবেশী এক বৃদ্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে পরিবারের লোকজন। 

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শিশুর পিতা রাজু বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমার ছেলে রাফি নিহত হওয়ার কারণ অনুসন্ধান করে প্রকৃত দোষীদের আইনের আওতায় নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানাই।’ 

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী জানান, গতকাল বিকেলে শিশু রাফি নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। আজ সকালে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। 

ওসি ত্রিনাথ সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা