হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিশু পড়ে যাওয়া স্থানে স্ল্যাব বসিয়েছে সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঠানিয়া গোদা এলাকায় নালায় শিশু পড়ে যাওয়া স্থানে স্ল্যাব বসিয়েছে সিটি করপোরেশন। আজ রোববার বেলা ৩টায় ঘটনাস্থলে গিয়ে দুজন শ্রমিককে গর্ত ভরাটের কাজ করতে দেখা যায়। 

এ সময় আল আমিন নামে এক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘উন্মুক্ত নালায় শিশু পড়ার পর গর্তটি ভরাট করতে আমাদের আনা হয়েছে। এখন লোহা দিয়ে ভালো করে ঢালাই করে দিয়েছি। আর দুর্ঘটনা হবে না।’ 

পাশের একটি ইলেকট্রনিকসের দোকানে বসে থাকা এক নারী বলেন, ফুটপাতের যে জায়গায় গর্ত ছিল সেটি কিছুটা নিচু। ফলে উঁচু ফুটপাত ধরে হেঁটে আসার পর হুট করে নিচু জায়গায় গর্ত থাকায় প্রায় প্রতিদিনই সেখানে কেউ না কেউ পড়ে যেতেন। 

স্থানীয়রা  জানান, নালা সংস্কার হলেও ভালো করে স্ল্যাব বসানো হয়নি। ওই জায়গায় সতর্কতা হিসেবে অস্থায়ী প্রতিবন্ধকতা দিয়েছিলেন তাঁরা। কিন্তু ফুটপাতের ওপর দিয়ে অনেকে মোটরসাইকেল চালান। তাঁরাই সেটি সরিয়ে দেন। 

উন্মুক্ত নালায় শিশু পড়ে যাওয়ার বিষয়ে চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক বলেন, ‘দুঃখজনক হলো সাংবাদিকদের কাছ থেকে আমরা বিষয়টি জেনেছি। এরপর আজ সকালে সিটি করপোরেশনের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়েছেন। গর্তের স্থানে স্ল্যাব বসিয়ে দেওয়া হয়েছে। শিশুটির পরিচয় আমরা পাইনি। তবে জেনেছি শিশুটির তেমন ক্ষতি হয়নি।’ 

কাউন্সিলর শিশুটির কোনো ক্ষতি হয়নি দাবি করলেও ঘটনার সময় সেখানে জড়ো হওয়া দুজন বলেন, ‘নালায় পড়ায় শিশুটি তিনটি দাঁতে ব্যথা পেয়েছে। রক্তও বের হয়।’ 

শুধু এ ঘটনাটি নয়, চট্টগ্রামের উন্মুক্ত নালা-খালগুলোতে নিয়মিতই দুর্ঘটনার ঘটনা ঘটছে। এর মধ্যে গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এসব নালা-খালে পড়ে শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজনের খোঁজ মিললেও একজনকে এখনো পাওয়া যায়নি। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন পক্ষ দায় নিতে নারাজ। দুটি সংস্থা একে অপরকে দোষ দিয়ে আসছে। 

উল্লেখ্য, নালায় শিশু পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ফুটপাত দিয়ে দুই নারী হেঁটে যাচ্ছেন। তাঁদের সঙ্গে থাকা ছয়/সাত বছরের এক কন্যাশিশু একজনের হাত ধরে হাঁটছে। সাফা মারওয়া ইলেকট্রনিকস নামে একটি দোকানের সামনের রাস্তার গর্তে পড়ে যায় শিশুটি। এ সময় দুই নারী চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী দোকানসহ আশপাশের লোকজন ছুটে আসেন। অন্যরা আসার আগেই তাঁরা শিশুটিকে টেনে তোলেন। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল