হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে ঘুষ দাবি করায় প্রকৌশলীকে গণপিটুনি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় বিদ্যুতের খুঁটি স্থাপনে ঘুষ দাবি করায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলীকে গণপিটুনি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বানু মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বানু মাঝির বাড়িতে দুটি বিদ্যুতের খুঁটি বরাদ্দ দেওয়া হয়। খুঁটি দুটি স্থাপনের সময় বসুরহাট বিদ্যুৎ অফিসের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম এলাকাবাসীর কাছে এক লাখ টাকা দাবি করেন।

এ সময় এলাকাবাসী জানতে চান, মেয়র কাদের মির্জার নির্দেশে সরকারিভাবে খুঁটি বরাদ্দ ও লাগানো হচ্ছে। এ ক্ষেত্রে টাকা দিতে হবে কেন? জবাবে সাইফুল ইসলাম টাকা না দিলে খুঁটি তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন এবং স্থাপন করা একটি খুঁটি তুলে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী তাঁকে মারধর করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

পরে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সাইফুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে ঘটেছে। এ বিষয়ে তাঁর থেকেই জেনে নিন।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু