হোম > সারা দেশ > ফেনী

চমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক ফেনীতে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া পাঁচ দিন বয়সী এক নবজাতককে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ফেনীর পরশুরাম থেকে ওই নবজাতককে উদ্ধারের পাশাপাশি চুরির ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানার পুলিশ।

গ্রেপ্তার দুজন সম্পর্কে মা-মেয়ে। তাঁদের বাড়ি ফেনীর পরশুরামে। তাঁরা হলেন খারু আক্তার (৪২) ও তাঁর মেয়ে নাসিমা আক্তার (২৩)।

গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউ থেকে নবজাতক চুরি হয় বলে থানায় অভিযোগ করেন তার বাবা মো. নোমান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, বাবার অভিযোগ পাওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করেন তাঁরা। পাশাপাশি বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে রাতেই ফেনীতে অভিযান চালান। ভোরে নাসিমার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

এর আগে নবজাতকটির বাবা পুলিশের কাছে অভিযোগ করেন, সকাল ৮টার দিকে বাচ্চাটি বিছানাতেই ছিল। বেলা ২টা পর্যন্ত ওয়ার্ডে চিকিৎসকদের রাউন্ড থাকায় কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ২টার পর ওয়ার্ডে গিয়ে বিছানায় বাচ্চা না পেয়ে দায়িত্বরত নার্সদের জিজ্ঞাসা করলে তাঁরা কিছু বলতে পারেননি। পরে বাচ্চাটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২