হোম > সারা দেশ > বান্দরবান

চট্টগ্রাম-বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম ও বান্দরবানে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে। 

আইএসপিআর থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

গত চার দিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে থইথই চট্টগ্রাম নগরী। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান। প্রধান সড়ক থেকে অলিগলি—সবই ডুবে আছে। অধিকাংশ দোকানপাটে পানি ঢুকেছে। অফিস ও বাসাবাড়ির নিচতলায়ও পানি। 

নগরীর খাতুনগঞ্জ, রিয়াজুদ্দিন বাজার, ফিরিঙ্গিবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, কাপাসগোলা, চকবাজার, বাদুরতলা, বহদ্দারহাট, চান্দগাঁও, মুরাদপুর, ২ নম্বর গেট, জামালখান, দেওয়ান বাজার, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, তিনপুলের মাথা, বড়পোল, হালিশহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে আছে মানুষ।

টানা বৃষ্টিতে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় সড়ক ডুবে যাওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি বয়ে যাচ্ছে। এই সড়কে যান চলাচল অনিরাপদ হয়ে পড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

অন্যদিকে বান্দরবানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা সদরের আর্মিপাড়া, ইসলামপুর, গর্জনিয়াপাড়াসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। 

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য গত রোববার থেকে মাইকিং করছে জেলা ও উপজেলা প্রশাসন। জেলায় এরই মধ্যে ২০৭টি আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন:

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা