হোম > সারা দেশ > কুমিল্লা

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ৫২

 কুমিল্লা প্রতিনিধি 

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটকদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৫২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবির টহল দল তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত দিয়ে ১৩ জন এবং ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশি রাতের আঁধারে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন। রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।

১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজ জানান, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ-ইন করেছে। অধিকাংশের বাড়ি ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলায়।

বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত