হোম > সারা দেশ > বান্দরবান

রোয়াংছড়িতে সাংগ্রাইয়ের মঙ্গল শোভাযাত্রা

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়িতে সাংগ্রাইয়ের মঙ্গল শোভাযাত্রা দিয়ে নতুন বছরকে বরণ করে উৎসব উদ্‌যাপন মাধ্যমে পালন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় রোয়াংছড়ি উৎসব উদ্‌যাপন পরিষদ কমিটির উদ্যোগে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণ হতে শুরু হয়ে রোয়াংছড়ি বাজার, রোয়াংছড়ি পাড়া হয়ে একই স্থানে সাংগ্রাইংয়ে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে।

মাহাঃ সাংগ্রাইং পোয়ে ২০২২ উপলক্ষে রোয়াংছড়ি উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক মংখিসাই মারমা সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ক্যাসাইনু মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান সাহ্লামং মারমা, ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, মেম্বার অংশৈচিং, মংহাইনু মারমা।

এ সময়ে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামসহ নিজ নিজ পোশাক পরিধান করে দেড় শতাধিক মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

রোয়াংছড়ি উৎসব পরিষদ কমিটির সদস্যসচিব উমংনু মারমা বলেন ‘১৩৮৩-৪ সাক্করই কো ক্রোছোবারে, মাহা সাংগ্রাইং পোয়েঃ অংম্রাংবাজি’ স্লোগানে ৫ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকালে র‍্যালি ও আলোচনা সভা, সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আগামীকাল বৃহস্পতিবার বৌদ্ধ বিহারে বৌদ্ধ স্নান, রাতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব, ১৫ এপ্রিল (শুক্রবার) বয়োজ্যেষ্ঠ পূজা, ঐতিহ্যবাহী খেলাধুলা, ১৬ এপ্রিল (শনিবার) ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৭ এপ্রিল (রোববার) বিহারে ধর্ম দেশনা ও উৎসর্গ দিয়ে মারমাদের সাংগ্রাইং পোয়ে শেষ করবে।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, ‘পয়লা বৈশাখ ও শুভ নববর্ষে প্রতিটি পাহাড়ের জনগোষ্ঠীরা নিজ নিজ উৎসব পালন করবে। বিজু, বৈষু, বৈসাবি, সাংগ্রাইংয়ের সকলকে শুভেচ্ছা জানাই।’ 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ