হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জালাল হোসেন (২৮) নামের এক যুবক আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা এলাকায় সীমান্তের শূন্যরেখায় এই ঘটনা ঘটে।
 
জালাল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বাকশীমূল ইউনিয়নের সীমান্তবর্তী কোদালীয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। জালাল শ্রমিক হিসেবে কাজ করেন। 
 
যুবক আহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ৬০ বিজিবির আওতাধীন শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান। তিনি বলেন, ‘সীমান্ত পিলার ২০৬৫ / ৭ এর কাছে আজ বিকেলে একটি গুলির ঘটনা ঘটেছে। তবে তদন্ত না করে এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।’
 
বাকশীমূল ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বলেন, ‘জালাল আজ শ্রমিক হিসেবে ধান কাটার জন্য সীমান্তবর্তী জামতলা এলাকায় যান। ধান কাটা শেষে বিকেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সীমান্তের শূন্যরেখায় প্রবেশ করে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে জালাল চলে আসার সময় পেছন থেকে বিএসএফের সদস্যরা গুলি করেন। এতে গুলিবিদ্ধ অবস্থায় জালাল দৌড়ে লোকালয়ে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 
 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মো. বোরহান বলেন, ‘আজ সন্ধ্যায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।’ 
 
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘সীমান্তে গুলির ঘটনা শুনেছি। বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল