হোম > সারা দেশ > বান্দরবান

আশারতলী সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল কাদেরের

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামে এক ব্যক্তির এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত আব্দু্ল কাদের ছনখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের ছেলে।

বিস্ফোরণের শিকার আব্দুল কাদেরে আত্মীয় মো. হোসেন জানান, সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন আবদুল কাদের। বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করেন। 

পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তাঁর জন্য প্রয়োজনীয় চিকিৎসা না থাকায়  তাঁকে চট্টগ্রামের পাঠানো হয়।

এই বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার জানান, সীমান্তের কাছে একজন মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বলে তাঁরা জেনেছেন। তবে এই বিষয়ে তাঁরা বিস্তারিত জানতে পারেননি।

এর আগে, ১৬ সেপ্টেম্বর এক তঞ্চঙ্গ্যা যুবকের পা উড়ে যায়। গত পরশু তুমব্রু জিরো লাইনে দুই রোহিঙ্গা নাগরিক আহত হন স্থলমাইনে বিস্ফোরণে। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির