হোম > সারা দেশ > বান্দরবান

আশারতলী সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল কাদেরের

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামে এক ব্যক্তির এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত আব্দু্ল কাদের ছনখোলা ছেরাকুল এলাকার মীর আহমদের ছেলে।

বিস্ফোরণের শিকার আব্দুল কাদেরে আত্মীয় মো. হোসেন জানান, সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন আবদুল কাদের। বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করেন। 

পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তাঁর জন্য প্রয়োজনীয় চিকিৎসা না থাকায়  তাঁকে চট্টগ্রামের পাঠানো হয়।

এই বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার জানান, সীমান্তের কাছে একজন মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বলে তাঁরা জেনেছেন। তবে এই বিষয়ে তাঁরা বিস্তারিত জানতে পারেননি।

এর আগে, ১৬ সেপ্টেম্বর এক তঞ্চঙ্গ্যা যুবকের পা উড়ে যায়। গত পরশু তুমব্রু জিরো লাইনে দুই রোহিঙ্গা নাগরিক আহত হন স্থলমাইনে বিস্ফোরণে। 

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য