হোম > সারা দেশ > কুমিল্লা

পদযাত্রায় যাওয়ার পথে লাকসামে বিএনপির গাড়িবহরে হামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

নোয়াখালীতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসামে উত্তর জেলা বিএনপির নেতা–কর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ নেতা-কর্মী। ভাঙচুর করা হয় ১৫টি গাড়ি। 

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে লাকসাম বাইপাস ও জংশন এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক, কৃষক দলের মো. নায়েব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ফারুক আহমেদ বাদশা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বশিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও সালাউদ্দিন আহমেদ।

তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুইয়া সাংবাদিকদের বলেন, ‘নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় লাকসাম বাইপাস এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে দুর্বৃত্তরা আমাদের গাড়িবহরে হামলা করে। এ সময় রাম দা দিয়ে কুপিয়ে ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আহত হন ২০-৩০ জন নেতা-কর্মী। তাঁদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহাত মোল্লা মজিবুল হক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘লাকসামে কোনো হামলার ঘটনা আমাদের জানা নেই। এ ব্যাপারে কেউ আমাদের কাছে অভিযোগও করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা