হোম > সারা দেশ > কুমিল্লা

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করে আহত করার মামলায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পাটির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। আজ বুধবার বেলা ১১টায় শারীরিক অসুস্থতার কারণে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত থেকে তাঁর জামিন আদেশ দেওয়া হয়। এরপর বিকেল ৪টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান সুমন।

চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, বেলা ১১টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান সুমন বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ দীর্ঘদিন হৃদ্‌রোগ ভুগছেন। তাঁর হৃদ্‌যন্ত্রে ৩টি রিং ও পেসমেকার বসানো রয়েছে। কারাগারে যেকোনো মুহূর্তে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন। ইতিমধ্যে তিনি কারাগারে অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রেদোয়ান আহমেদের অসুস্থতার বিষয়টি আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালতে আমাদের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন।’ 

এর আগে আরও তিনবার কুমিল্লার আদালতে জামিন আবেদন করেছিলেন ড. রেদোয়ান আহমেদের আইনজীবীরা। 

উল্লেখ্য, গত ৯ মে বেলা ৪টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। এদিন বেলা ১টার পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। পরে আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল