হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মো. শাকিল (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এই যুবকের পরিবারের অভিযোগ, একটি লাইটারেজ জাহাজের নিরাপত্তা কর্মীরা শাকিলকে মারধরের পর নদীতে ফেলে দিয়েছে। 

আজ মঙ্গলবার সকালে কর্ণফুলী নদীর কালারপোল ব্রিজের নিচ (এস আলম জেটি) থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত যুবক চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। 

নিহতের ভগ্নিপতি মো. বেলায়েত বলেন, ‘আমার শ্যালক শাকিল এমভি তরিবুল নাজাত-৩ জাহাজের সুকানী ছিল। গতকাল সোমবার রাত দেড়টা দিকে এস আলম গ্রুপের পণ্যবাহী (চিনি) জাহাজে চুরির অভিযোগে নিরাপত্তা কর্মীরা শাকিলকে মারধর ও নির্যাতন চালিয়ে জাহাজ থেকে নদীতে ফেলে দেয় বলে জানতে পেরেছি।’ 

বেলায়েত আরও বলেন, ‘তাঁর শরীরে আঘাতে, রক্তাক্ত এবং মাথা ফেটে যাওয়ার চিহ্ন পেয়েছি। মরদেহ দাফনের পরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ 

নৌ-পুলিশ চট্টগ্রামের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি