হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মো. শাকিল (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এই যুবকের পরিবারের অভিযোগ, একটি লাইটারেজ জাহাজের নিরাপত্তা কর্মীরা শাকিলকে মারধরের পর নদীতে ফেলে দিয়েছে। 

আজ মঙ্গলবার সকালে কর্ণফুলী নদীর কালারপোল ব্রিজের নিচ (এস আলম জেটি) থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত যুবক চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। 

নিহতের ভগ্নিপতি মো. বেলায়েত বলেন, ‘আমার শ্যালক শাকিল এমভি তরিবুল নাজাত-৩ জাহাজের সুকানী ছিল। গতকাল সোমবার রাত দেড়টা দিকে এস আলম গ্রুপের পণ্যবাহী (চিনি) জাহাজে চুরির অভিযোগে নিরাপত্তা কর্মীরা শাকিলকে মারধর ও নির্যাতন চালিয়ে জাহাজ থেকে নদীতে ফেলে দেয় বলে জানতে পেরেছি।’ 

বেলায়েত আরও বলেন, ‘তাঁর শরীরে আঘাতে, রক্তাক্ত এবং মাথা ফেটে যাওয়ার চিহ্ন পেয়েছি। মরদেহ দাফনের পরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ 

নৌ-পুলিশ চট্টগ্রামের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত