হোম > সারা দেশ > বান্দরবান

রোয়াংছড়িতে ঝিরি থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ির আলেচুপাড়া (মহিলা কারবারি) এলাকার ঞংবাংম্রং ঝিরি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারবারি পাড়াসংলগ্ন পাহাড়ে জুমের কাজ করার জন্য বাড়ি থেকে বের হন ওই নারী। পরে সন্ধ্যায়ও বাড়ি না ফিরলে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। পরে রাতে ঝিরি থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ধারণা, জঙ্গলে তাঁকে ধর্ষণ করে কয়েকজন। পরে তাঁকে হত্যা করে পাহাড়ের পাদদেশে ঝিরিতে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতের বাবা বলেন, বৃহস্পতিবার নিজ হলুদখেতে হলুদ সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় একা পেয়ে ধর্ষণ করে পরে হত্যা করে পালিয়ে যায় কয়েকজন। এ ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবি করেন তিনি। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ