হোম > সারা দেশ > নোয়াখালী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। সন্ত্রাসীদের ছোড়া তিনটি গুলি রিগানের মাথায় ও তিনটি গুলি শরীরের বিভিন্ন স্থানে লাগে। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে বুসাবেলোতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই ফাহিম মাহমুদ। নিহতের নাম রিগান ইসলাম (৩৫)। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে। 

আজ মঙ্গলবার সরেজমিনে নিহতের বাড়িতে দেখা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রিগানের স্ত্রী সাথী আক্তার। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন রিগান। রোহান নামে তাঁর তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। এখন রিগানের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা। 

রিগানের ছোট ভাই ফাহিম মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের বড় ছেলে হওয়ায় জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান বড় ভাই। সেখানে নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। সবশেষ ২০২১ সালে দেশে আসার পর প্রায় পাঁচ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকায় চলে যান। বাংলাদেশ সময় সোমবার রাতে গাড়িতে করে দোকানের জন্য মালামাল নিয়ে দোকানের সামনে আসেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা রিগান ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছয়টা গুলি লাগে। আর ঘটনাস্থলেই মারা যায় ভাইয়া।’ 

নিহতের স্বজন মো. শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত ১১টার দিকে রিগানের চাচা মোবাইল ফোনে রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের জানায়। রিগানের চাচা, ফুপাতো ভাইসহ আত্মীয়স্বজনের অনেকেই আফ্রিকায় থাকেন। সবকিছু ঠিকঠাক থাকলে দুই মাস পর দেশে আসার কথা ছিল রিগানের। দেশে আসার পর ছোট ভাই ফাহিমকেও আফ্রিকায় নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ একটি নির্মম হত্যাকাণ্ড সবকিছু শেষ করে দিল।’ 

এ বিষয়ে বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, ‘ঘটনাটি শোনার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারটির খোঁজ-খবর নেওয়া হয়েছে। আমরা পরিবারটির সহযোগিতায় তাদের পাশে আছি।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত