হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে এক লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা

প্রতিনিধি, বান্দরবান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানে চলতি অর্থ বছরে এক লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবুজায়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ত্বরান্বিত হবে এবং জেলার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। তবে কেবল গাছ লাগালেই চলবে না, এগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। যাতে এসব চারা সঠিকভাবে বেড় উঠতে পারে। তাহলেই এই বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা আসবে।

আজ বুধবার দুপুরে বান্দরবান সদরের প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে বীর বাহাদুর এসব কথা বলেন। 

বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর আরও বলেন, আমরা কেবল গাছ কাটবোই না, গাছ লাগাব, একটি কাটলে দুটি লাগাব-এমন মনোভাব আমাদের মধ্যে জাগাতে হবে, তাহলেই আমাদের দেশ সবুজে ভরে যাবে, প্রাকৃতিক সৌন্দর্য ও জীবন রক্ষাকারী অক্সিজেনের চাহিদা মিটবে। তিনি সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান। 

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান জানান, মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধন কর্মসূচির আওতায় প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং (এসডিজি-১৫) ‘লাইফ অন ল্যান্ড’ অর্জনের উদ্দেশ্যে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এক লাখ গাছের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার জেরিন আখতার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. একেএম নাজমুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদসহ জেলা প্রশাসন, বন বিভাগ, হর্টিকালচার সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল