হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব উত্তরে যুবকের উপর্যুপরি ছুরির আঘাতে বাবার মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে ছেলের উপর্যুপরি ছুরির আঘাতে মো. আব্দুস সোবহান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এই ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর থেকে নিহতের ছেলে মো. রোমান (২৬) পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁর স্ত্রী মীম আক্তারকে (২০) আটক করেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক এই তথ্য জানিয়েছেন।

নিহত আব্দুস সোবহানের ছোট ছেলে জাহিদ হাসান বলেন, ‘আমার মেজ ভাই প্রবাস ফেরত মো. রোমান ধারালো ছুরি দিয়ে বাবাকে উপর্যুপরি আঘাত করেন। বাবাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সোবহানের স্ত্রী মৃত শিরিন বেগম তিন-চার বছর আগে মৃত্যুবরণ করেন। স্ত্রী মারা যাওয়ার দু-এক বছর পর থেকে আব্দুস সোবহান বিয়ে করতে চান। কিন্তু ছেলেরা দ্বিমত পোষণ করেন এবং তাঁদের সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে ছেলেদের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়াঝাঁটি হতো।

এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতের পলাতক ছেলে মো. রোমানকে আটক করার চেষ্টা চলছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল