রাঙামাটিতে সেতু ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আসামস্তি কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় নির্মাণাধীন সেতুতে এ ঘটনা ঘটে।
শ্রমিকেরা জানান, ২০-২২ জন শ্রমিক সকাল থেকে সেতুর ঢালাইয়ের কাজ করছিলেন। ঢালাই চলাকালে একপর্যায়ে মিক্সার মেশিনসহ সেতুর স্লাব ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে ঢালাই কাজে নেতৃত্বে থাকা মাঝি রফিকের মৃত্যু হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা শওকত আকবর খান বলেন, মোট ১৬ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ থেকে রফিক নামে একজনের মৃত্যু হয়েছে।
বাকি আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে খবর পেয়ে রাঙামাটি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।