কুমিল্লার বুড়িচং উপজেলার লড়িবাগ গ্রামে বজ্রপাতে রিপন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত যুবক জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামের চারু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রিপন মিয়া বিকেলে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস নিয়ে বাড়ির কাছাকাছি আসলে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। স্থানীয় লোকজন রিপন মিয়াকে উদ্ধার করে বুড়িচং সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামসেদ আলম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায় রিপন মিয়া। তখন বজ্রপাতে সে মারা যায়। বজ্রপাতে তাঁর মুখমণ্ডল ঝলসে যায়। তাঁদের বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরত্বে ঘটনাটি ঘটে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাব।