হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর কবিরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হাতে মো. শহীদ উল্যা (৬০) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। পিটিয়ে আহত করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। দুটি দোকান থেকে লুট করা হয়েছে বিপুল পরিমাণ সোনা। 

আজ শুক্রবার রাত ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত শহীদ উল্যা কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের শামসুল হকের ছেলে। আহতদের সবার নাম-পরিচয় জানা না গেলেও দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—নৈশপ্রহরী অজি উল্যা ও ইসমাইল হোসেন। তাঁরা দুজন ছাড়াও আরও চারজন আহত হয়েছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, রাতে বাজার পাহারা দেন পাঁচজন নৈশপ্রহরী। রাত সাড়ে ৩টার দিকে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত একটি পিকআপ ভ্যানে করে চাপরাশিরহাট পশ্চিম বাজার আসে। এ সময় তারা তিন প্রহরীকে বেঁধে ফেলে এবং তাঁদের মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। এ সময় ধস্তাধস্তি করতে গেলে নৈশপ্রহরী শহীদ উল্ল্যা ডাকাতদের আঘাতে নিহত হন। 

ডাকাতির বিষয়টি টের পেয়ে বাজারে থাকা দুজন সিএনজি অটোচালক বের হয়ে এলে তাঁদেরও মারধর করে বেঁধে রাখা হয়। পরে বাজারের মা-মনি জুয়েলার্স ও নূর জুয়েলার্সের লকার ভেঙে তার ভেতর থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় দোকানগুলোতে ব্যাপক ভাঙচুরও করা হয়। 

চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন টিটু জানান, ডাকাতের দল রাত সাড়ে ৩টা থেকে প্রায় সাড়ে ৪টা পর্যন্ত স্বর্ণের দোকান দুটিতে লুটপাট চালায়। ডাকাতি শেষে তারা গাড়ি নিয়ে ফেনীর সোনাগাজীর দিকে চলে যায় বলে লোকজন জানিয়েছে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে অনেকগুলো আলামত সংগ্রহ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর