হোম > সারা দেশ > চট্টগ্রাম

২২ বছর আগের অস্ত্র মামলায় চট্টগ্রামে একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২২ বছর আগের অস্ত্র মামলায় চট্টগ্রামের আদালতে আবুল খায়ের (৫০) নামে এক ব্যক্তিকে ভিন্ন ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ মঞ্জুর হোসেন এ রায় দেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, অস্ত্র মামলায় আসামি আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

উভয় সাজা একসঙ্গে চলবে। আসামি পলাতক থাকায় রায় প্রদানের সময় অনুপস্থিত ছিলেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালে আবুল খায়েরের হেফাজত থেকে একটি পলিথিনের ব্যাগে মোড়ানো দুটি দেশে তৈরি এলজি ও ১০টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে ফটিকছড়ি থানা–পুলিশ। এ ঘটনায় থানার তৎকালীন এক উপপরিদর্শক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে ১০ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত