হোম > সারা দেশ > চট্টগ্রাম

২২ বছর আগের অস্ত্র মামলায় চট্টগ্রামে একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২২ বছর আগের অস্ত্র মামলায় চট্টগ্রামের আদালতে আবুল খায়ের (৫০) নামে এক ব্যক্তিকে ভিন্ন ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ মঞ্জুর হোসেন এ রায় দেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, অস্ত্র মামলায় আসামি আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

উভয় সাজা একসঙ্গে চলবে। আসামি পলাতক থাকায় রায় প্রদানের সময় অনুপস্থিত ছিলেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালে আবুল খায়েরের হেফাজত থেকে একটি পলিথিনের ব্যাগে মোড়ানো দুটি দেশে তৈরি এলজি ও ১০টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে ফটিকছড়ি থানা–পুলিশ। এ ঘটনায় থানার তৎকালীন এক উপপরিদর্শক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে ১০ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ