হোম > সারা দেশ > চট্টগ্রাম

এজলাসের সামনে বিচারপ্রার্থী নারীকে আইনজীবীর মারধর 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতে এজলাসের সামনে বিচারপ্রার্থী নারীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর এজলাসের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকু বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি এজলাসের বাইরে ঘটেছিল। হুড়োহুড়ির আওয়াজ শুনে আমরা এজলাসের বাইরে গিয়ে দেখি সেখানে এক নারী নিচে পড়ে আছেন। পরে উপস্থিত লোকজনের কাছে জানতে পারি আতাউর রহমান নামে একজন আইনজীবীর কোর্ট ধরে টানা-হিঁচড়া করছিলেন ওই নারী। এ সময় ওই আইনজীবী নাকি হাতের কনুই দিয়ে ওই নারীকে ঘাই মারে। এতে তিনি নিচে পড়ে যান।’

ঘটনাটি জানার পর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর আদালত বিষয়টি সমাধানের জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতিকে নির্দেশ দিয়েছেন বলেও জানান পিপি জিকু বড়ুয়া।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মারধরের ঘটনার বিষয়ে পরে সমাধান করে দেওয়া হয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ ও আদালতের কর্মরত কয়েকজন বলেন, ট্রাইব্যুনালের কোর্ট চলাকালীন এজলাসের বাইরে ওই আইনজীবী এক নারীকে বেধড়ক মারধর ও একপর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। এতে ওই নারীর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় এক পুলিশ এগিয়ে গেলে তাঁকেও মারতে উদ্যত হন ওই আইনজীবী।

পরে ওই নারী মুমূর্ষু অবস্থায় নিচে পড়ে থাকেন। এ সময় অন্যান্য আইনজীবীরা তাঁকে উদ্ধার করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে আপসে মীমাংসা করে দেন সমিতির নেতারা।

তবে কী ঘটনায় ওই নারীকে মারধর করা হয়েছে তা তাঁরা জানাতে পারেননি। এ ছাড়া ওই নারীর পরিচয় জানা যায়নি। অভিযুক্ত আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মীমাংসা করা হয়েছে—এ নিয়ে আদালত সংশ্লিষ্টরা ক্ষোভ জানিয়েছেন।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট