হোম > সারা দেশ > চট্টগ্রাম

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি ওয়াহিদ মালেক, সম্পাদক সাইফুদ্দিন

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত নেতাদের চারজন। ছবি: সংগৃহীত

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। গতকাল শনিবার নাসিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দা দিলরুবা আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ সাইফুদ্দিন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন ডা. মোহাম্মদ তৈয়ব সিকদার।

এ ছাড়া আটটি সদস্যপদে প্রকৌশলী আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মোহাম্মদ আজাদ মঈনুদ্দীন, তাজুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মঈনুদ্দীন খান চৌধুরী, এস এম জমির উদ্দিন ও মোহাম্মদ ইফতেখারুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সুন্দরভাবে নির্বাচন আয়োজন করায় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) কানিজ ফাতেমার প্রতি ধন্যবাদ জানান নবনির্বাচিত সভাপতি ওয়াহিদ মালেক। জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক গাজী মুহাম্মদ ওমর ফারুক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন ডবলমুরিং থানা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ ও পাঁচলাইশ থানা সমবায় কর্মকর্তা মমতাজ বেগম।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক