হোম > সারা দেশ > ফেনী

দেশবিরোধী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না: বাম জোট

ফেনী প্রতিনিধি

ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকালে ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনবিরোধী রোডমার্চ’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

চুক্তির নামে দেশবিরোধী কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। শনিবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এই হুঁশিয়ারি দেন তাঁরা। সমাবেশটি ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনবিরোধী রোডমার্চ’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা, রাখাইন করিডর খোলার উদ্যোগ এবং স্টারলিংক প্রযুক্তির কার্যক্রম—সবকিছু দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এসব ‘জাতীয় স্বার্থবিরোধী’ পরিকল্পনা অবিলম্বে বাতিলের দাবি জানান তাঁরা।

বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তারা এখন সেই আন্দোলনের আকাঙ্ক্ষার বিপরীত পথে হাঁটছে। একের পর এক সাম্রাজ্যবাদী চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে।’

সিপিবির সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান ছিল ছাত্র-জনতার অভ্যুত্থান। তার বিপরীতমুখী কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না। সরকার এখতিয়ারবহির্ভূতভাবে করিডর ও বন্দর ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক।’

তিনি আরও বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, আন্দোলনের অন্যতম সংগঠক মানিক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সহযোদ্ধাদের হয়রানি বরদাশত করা হবে না।’

সমাবেশ শেষে নেতাকর্মীরা ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’, ‘চুক্তির নামে দেশ বিক্রি চলবে না’ ইত্যাদি স্লোগান দিয়ে চট্টগ্রামের উদ্দেশে পদযাত্রা শুরু করেন।

এর আগে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব থেকে রোডমার্চ শুরু হয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা অতিক্রম করে রাত সাড়ে ৮টার দিকে ফেনীতে পৌঁছায়। সেখানকার আমেনা-সিরাজ কনভেনশন হলে ছয় শতাধিক নেতাকর্মী রাত যাপন করেন।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত