হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় আনসার কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ 

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় এক আনসার কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছাগলনাইয়া থানা, আনসার মহাপরিচালক, আনসার ফেনী জেলা এ্যাডজুটেন্ট কার্যালয়ে অভিযোগ ও আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। 

আদালত বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ১২ ফেব্রুয়ারি অভিযুক্ত মাসুদ পারভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে। বর্তমানে মাসুদ পারভেজ ছাগলনাইয়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। 

ভুক্তভোগী নুসরাত সাবরিন শ্রাবণী জানান, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর মুসলিম শরিয়া মোতাবেক পারিবারিকভাবে মাসুদ পারভেজের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে মুসাদ পারভেজ নামের দুই বছর আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় শ্রাবণীর বাবা চার ভরি স্বর্ণ ও পাঁচ লাখ টাকার উপহার সামগ্রী দেন। বিয়ের কিছুদিন পর শ্বশুরের দেওয়া চার ভরি স্বর্ণ বিক্রি করে দেয় এবং যৌতুকের জন্য স্ত্রী শ্রাবণীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ। এভাবেই চলছিল তাঁদের সংসার। এর মাঝে চাকরির প্রমোশনের জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে মাসুদ পারভেজ। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রাবণীকে অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন মাসুদ পারভেজ।

এ ব্যাপারে অভিযুক্ত আনসার সদস্য মাসুদ পারভেজকে মোবাইল ফোনে বারবার কল করেও পাওয়া যায়নি। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, মাসুদ পারভেজ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি