হোম > সারা দেশ > চট্টগ্রাম

এসএমএস দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, ‘নেতা মিজান’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোবাইলে এসএমএস দিয়ে আবাসন কোম্পানির কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা ‘নেতা মিজান’ গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার বাঁশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল উপজেলার চম্বল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয়রা জানান, মিজান ছাত্রলীগের কোন পদপদবিতে না থাকলেও এলাকায় নিজেকে ‘নেতা মিজান’ হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করেন। 

বাঁশখালী থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে একটি আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল করিমের মোবাইলে মেসেজ পাঠিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন মিজান। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেন। 

এই ঘটনায় গতকাল মঙ্গলবার বাঁশখালী থানায় মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আকতার হোসেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

এই বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হওয়ার পর মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।’ তাকে গ্রেপ্তারের পর এলাকার লোকজন থানায় মিষ্টি নিয়ে এসেছে বলেও জানান তিনি।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি