হোম > সারা দেশ > চট্টগ্রাম

এসএমএস দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, ‘নেতা মিজান’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোবাইলে এসএমএস দিয়ে আবাসন কোম্পানির কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা ‘নেতা মিজান’ গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার বাঁশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল উপজেলার চম্বল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয়রা জানান, মিজান ছাত্রলীগের কোন পদপদবিতে না থাকলেও এলাকায় নিজেকে ‘নেতা মিজান’ হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করেন। 

বাঁশখালী থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে একটি আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল করিমের মোবাইলে মেসেজ পাঠিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন মিজান। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেন। 

এই ঘটনায় গতকাল মঙ্গলবার বাঁশখালী থানায় মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আকতার হোসেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

এই বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হওয়ার পর মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।’ তাকে গ্রেপ্তারের পর এলাকার লোকজন থানায় মিষ্টি নিয়ে এসেছে বলেও জানান তিনি।

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত