হোম > সারা দেশ > চট্টগ্রাম

এসএমএস দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, ‘নেতা মিজান’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোবাইলে এসএমএস দিয়ে আবাসন কোম্পানির কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা ‘নেতা মিজান’ গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার বাঁশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল উপজেলার চম্বল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয়রা জানান, মিজান ছাত্রলীগের কোন পদপদবিতে না থাকলেও এলাকায় নিজেকে ‘নেতা মিজান’ হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করেন। 

বাঁশখালী থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে একটি আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল করিমের মোবাইলে মেসেজ পাঠিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন মিজান। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেন। 

এই ঘটনায় গতকাল মঙ্গলবার বাঁশখালী থানায় মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আকতার হোসেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

এই বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হওয়ার পর মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।’ তাকে গ্রেপ্তারের পর এলাকার লোকজন থানায় মিষ্টি নিয়ে এসেছে বলেও জানান তিনি।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত