হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউপি নির্বাচন : রাঙ্গুনিয়ার ৫ বিদ্রোহী প্রার্থীকে শোকজ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে এক আওয়ামী লীগ নেতাকেও বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেওয়ায় শোকজ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁদের কাছে এই শোকজ চিঠি পাঠানো হয়। 

দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের এই শোকজ করা হয়। শোকজে ১১ নভেম্বরের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বলা হয় এবং দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে শোকজে জানানো হয়।

যাদের শোকজ করা হয়েছে তাঁরা হলেন, রাজানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর। তাঁকে সমর্থন দিয়ে ফেসবুকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানো উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক চৌধুরী খালেদ। ইসলামপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিরাজুদ্দৌলা দুলাল, দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুল হক মিয়া, লালানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম এবং বেতাগী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম।

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ আজকের পত্রিকাকে বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনার আলোকে এই শোকজ চিঠি দেওয়া হয়েছে। তাঁরা দলীয় মনোনয়ন চাওয়ার সময় কোনো কারণে মনোনয়ন বঞ্চিত হলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন মর্মে অঙ্গীকার করেছিলেন। অথচ তাঁরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। যা আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী। এখন তাঁরা আগামী ১১ তারিখের মধ্যে তাঁদের প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু