হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে পাহাড় ধসে ঘর বিধ্বস্ত, মারমা যুবক আহত

থানচি (বান্দরবান) প্রতিনিধি 

থানচিতে আহত যুবককে নৌকায় করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের থানচিতে ভারী বর্ষণে পাহাড় ধসে একটি ঘর বিধ্বস্ত এবং পাথরচাপায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে তিন্দু গ্রোপিংপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহত যুবকের নাম চশৈনু মারমা (৩০)। তাঁর স্ত্রী নাইম্রাচিং মারমা জানান, ঘটনার সময় তাঁদের পরিবারের তিন সদস্য জুমখেতে ব্যস্ত ছিলেন। তিনি ও তাঁর স্বামী জুমে যাননি, ঘরে ছিলেন। হঠাৎ পাহাড় থেকে মাটি ও পাথর ধসে পড়লে তাঁদের মাচাং ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় পাথরচাপা পড়ে তাঁর স্বামীর বাম পা ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, পাথরচাপায় চশৈনুর বাম পায়ের নিচের অংশ ভেঙে গেছে। মাথাতেও আঘাত লেগেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, ‘আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সাধ্য অনুসারের সহযোগিতা করেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মসফিকুর রহমান জানান, আহত ব্যক্তির উন্নত চিকিৎসায় এবং ভেঙে যাওয়া ঘর পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল