হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে আগুনে পুড়ে গেছে ৩ ঘর, আহত ১

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাসে আগুনে ৩টি ঘর পুড়ে গেছে। এ সময় আহত হয়েছেন একজন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের হারুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পাশের মো.  মনসুর আলী ও মো. গিয়াস উদ্দিনের ঘরও পুড়ে গেছে। এ ঘটনায় আহত মো. রিপন মিয়াকে (৪৫) গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক হারুন মিয়া বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে উঠি। এরপর দেখি বারান্দার রুমে আগুন। চিৎকার করলে লোকজন আসে। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৩০মণ চাল,৭ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫০হাজার টাকা পুড়ে গেছে। 

খলিলাবাদ গ্রামের বাসিন্দা মাসুম বিল্লা বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে আগুন বলে চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি হারুন মিয়ার ঘরে আগুন জ্বলছে এবং মুহূর্তের মধ্যেই তা পাশের মনসুর আলী ও গিয়াস উদ্দিনের ঘরে ছড়িয়ে পড়ে।

পড়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল এসে  আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মো. রিপন মিয়া আহত হন।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘ঘটনাস্থলে যেতে একটু দেরি হয়েছে। এরপরও ৪০ মিনিট চেষ্টার  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে