হোম > সারা দেশ > নোয়াখালী

ভারতের সঙ্গে মিল রেখে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মানববন্ধন করেছেন জেলেরা। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন সময় মাছ ধরার ওপর দেওয়া নিষেধাজ্ঞা পাশের দেশের সঙ্গে মিল রেখে নির্ধারণের দাবিতে এই মাননবন্ধন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সূর্যমুখী ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সূর্যমুখী বাজার ও মাছঘাটের সভাপতি মো. আলাউদ্দিন, মাছ ব্যবসায়ী মো. আশ্রাফ মিয়া, ফয়জুর রহমান নান্টু ও ট্রলারমালিক মো. সালাউদ্দিনসহ প্রায় পাঁচ শতাধিক জেলে, ব্যবসায়ী ও ঘাট শ্রমিকেরা।

জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকলেও ভারতসহ বিভিন্ন দেশের জেলেরা এ দেশের জলসীমায় এসে মাছ শিকার করে নিয়ে যায়। এই বিষয়ে বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে বলার পরও কোনো ফল পাওয়া যায়নি। তাঁদের দাবি মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা পাশের দেশ ভারতের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হোক।

পাশাপাশি জেলেরা মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় আরও কমিয়ে ১২ দিন করার দাবি জানান।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির