হোম > সারা দেশ > খাগড়াছড়ি

ভারী বর্ষণে পাহাড়ধস, সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। তাতে আটকা পড়েছে বহু যানবাহন। আজ শনিবার সকালে খাগড়াছড়ি-আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সারা দেশের সঙ্গে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে এটা সরাতে সময় লাগবে।’

জাকের হোসেন আরও বলেন, ‘সকাল থেকে মাটি সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে জনবল কম থাকায় কাজ শেষ হতে সময় লাগবে।’

এদিকে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘ভোরে মাটি ধসে যান চলাচলে বিঘ্ন হয়। সড়কে প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের লোকজনও যোগ দিয়েছে। সড়ক যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।’

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি