হোম > সারা দেশ > খাগড়াছড়ি

ভারী বর্ষণে পাহাড়ধস, সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। তাতে আটকা পড়েছে বহু যানবাহন। আজ শনিবার সকালে খাগড়াছড়ি-আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সারা দেশের সঙ্গে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে এটা সরাতে সময় লাগবে।’

জাকের হোসেন আরও বলেন, ‘সকাল থেকে মাটি সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে জনবল কম থাকায় কাজ শেষ হতে সময় লাগবে।’

এদিকে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘ভোরে মাটি ধসে যান চলাচলে বিঘ্ন হয়। সড়কে প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের লোকজনও যোগ দিয়েছে। সড়ক যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল