হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দেড় বছরের এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে প্রতিবেশী জুয়েল মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় শিশুটিকেও উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী আবাসিক এলাকার একটি বাসা থেকে অপহরণকারীকে গ্রেপ্তারের পাশাপাশি শিশুটিকে উদ্ধার করা হয়।

আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর মুখপাত্র ও সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

জুয়েল মিয়া সিলেট জেলার বালাগঞ্জ থানার মনোহরপুর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে। চট্টগ্রাম নগরীতে তিনি বায়েজিদ এলাকায় থাকতেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭-এর মুখপাত্র মো. নুরুল আবছার জানান, অপহৃত শিশুটির পরিবার বায়েজিদ জালালাবাদ এলাকায় ভাড়া ঘরে থাকেন। প্রতিবেশী জুয়েল মিয়া বিভিন্ন সময়ে তাঁদের বাসায় যাওয়া-আসা করতেন। গত শনিবার বাসার পাশে খেলা করার সময় চকলেট ও চিপস কিনে দেওয়ার নাম করে শিশুটিকে নিয়ে যান জুয়েল। পরে শিশুটির বাবা পিয়ার মোহাম্মদকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনা র‍্যাবকে জানালে তারা অভিযান চালিয়ে জুয়েল মিয়াকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত