হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দেড় বছরের এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে প্রতিবেশী জুয়েল মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় শিশুটিকেও উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী আবাসিক এলাকার একটি বাসা থেকে অপহরণকারীকে গ্রেপ্তারের পাশাপাশি শিশুটিকে উদ্ধার করা হয়।

আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর মুখপাত্র ও সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

জুয়েল মিয়া সিলেট জেলার বালাগঞ্জ থানার মনোহরপুর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে। চট্টগ্রাম নগরীতে তিনি বায়েজিদ এলাকায় থাকতেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭-এর মুখপাত্র মো. নুরুল আবছার জানান, অপহৃত শিশুটির পরিবার বায়েজিদ জালালাবাদ এলাকায় ভাড়া ঘরে থাকেন। প্রতিবেশী জুয়েল মিয়া বিভিন্ন সময়ে তাঁদের বাসায় যাওয়া-আসা করতেন। গত শনিবার বাসার পাশে খেলা করার সময় চকলেট ও চিপস কিনে দেওয়ার নাম করে শিশুটিকে নিয়ে যান জুয়েল। পরে শিশুটির বাবা পিয়ার মোহাম্মদকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনা র‍্যাবকে জানালে তারা অভিযান চালিয়ে জুয়েল মিয়াকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ