হোম > সারা দেশ > কক্সবাজার

রেজু খাল থেকে তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রেজু খালের মোহনা থেকে ভাসমান অবস্থায় আয়েশা বেগম (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

মৃত আয়েশা বেগম জালিয়াপালং ইউনিয়নের ঝাউবাগান এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। 

জানা যায়, আজ সকাল ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার রেজু খালের মোহনায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতের পরিচয় নিশ্চিত করেন তাঁর মামা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

আয়েশা বেগমের মামা বলেন, ‘গতকাল রোববার বিকেলে আমার ভাগনির শ্বশুর ফজল মোবাইলে জানান যে আয়েশা বাড়ি থেকে বের হয়ে গেছে। আজ সকালে খবর পেয়ে এখানে আসি। কীভাবে কি হলো তা বুঝতে পারছি না।’ 

ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক অলিউর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে খাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরনে ছিল সালোয়ার-কামিজ। তবে আত্মহত্যা নাকি খুন তা বোঝা যাচ্ছে না। রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে। 

অলিউর রহমান আরও বলেন, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ