হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অভিযোগ, উপদেষ্টাকে দোষারোপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে ভাসানচরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করে হাতিয়া ছাত্র যুব পরিষদ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে ভাসানচরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে হাতিয়া ছাত্র যুব পরিষদ। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে হাতিয়ার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ভাসানচরকে নোয়াখালীর হাতিয়া থেকে বিচ্ছিন্ন করে চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র করার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সন্দ্বীপের বাসিন্দা ফাউজুল কবিরকে দায়ী করেন। এ জন্য তাঁর পদত্যাগের দাবি করেন বক্তারা।

উপদেষ্টা ফাউজুল কবিরের সমলোচনা করে বক্তারা বলেন, ফাউজুল কবির সারা দেশের উপদেষ্টা। তাঁর জন্মস্থান সন্দ্বীপ হওয়ায় মীমাংসিত একটি বিষয়কে উসকে দিচ্ছেন। এতে তিনি প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের উপদেষ্টা নন, সন্দ্বীপের উপদেষ্টা।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক তানভীর শরীফ, অ্যাডভোকেট আকতার হোসেন, অ্যাডভোকেট মাহবুবুল রহমান, সাইফুল মনির, হাতিয়া ছাত্র ও যুব পরিষদের সাবেক সভাপতি আকতার হোসেন, বর্তমান সভাপতি সব্বির আহমেদ, সাধারণ সম্পাদক সাবের প্রমুখ।

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১