হোম > সারা দেশ > ফেনী

দাগনভূঞায় বিএনপি নেতা মিন্টুর গাড়িবহরে হামলা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাড়ির সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় গাড়িবহরে হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘খুন গুম এই সরকারের বৈশিষ্ট্য। আজকে তারা আমার গাড়িবহরে হামলা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।’ 

বিএনপির পক্ষে বলা হচ্ছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ফেনীর দাগনভূঞায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিল। সে সমাবেশকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দেয়। এমনকি বিএনপি নেতাকর্মীদের শহরের দিকে আসতে বাধা দেয়। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে। বিএনপির অভিযোগ, প্রায় ৩০০ জন নেতাকর্মী আহত হয়েছে। ৫০০ মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। 

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ওমর ফারুক খান দাবি করেন, হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। এতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত নয়। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান ইমাম বলেন, ‘আবদুল আউয়াল মিন্টু সাহেবের গাড়িটি অক্ষত ছিল। তাঁর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পেছনের একটি গাড়িতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার