হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে মো. রুবেল হোসেন (২৭) নামের এক যুবকের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে আহত হন তিনি।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাকিমপুর ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল হোসেন ওই এলাকার মো. হানিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন রুবেল। পথে হাকিমপুর ব্রিকফিল্ড এলাকায় ৭-৮ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ও পরে তাঁর বুকের বাম পাশে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে মৃত ভেবে হামলাকারীরা রুবেলকে তাঁর বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।

পরে পথচারী ও স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় রুবেলকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আজ বৃহস্পতিবার ভোরে গুলিবিদ্ধ রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক ব্যবসা-সংক্রান্ত ঘটনা নিয়ে তাদের নিজেদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত