হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরিবহন ধর্মঘটে রাঙামাটিতে পর্যটক অর্ধেকে নেমে এসেছে

রাঙামাটি প্রতিনিধি

পরিবহন ধর্মঘটে রাঙামাটিতে পর্যটক অর্ধেকে নেমে এসেছে। গণপরিবহনে পর্যটক আসা বন্ধ থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা। ব্যক্তিগত পরিবহনে কিছু সংখ্যক পর্যটক আসলেও এ সংখ্যা তেমন বেশি নয়। 

আজ রোববার শহরে রেস্টুরেন্টগুলো বেশ খালি পড়ে থাকতে দেখা গেছে। রাজবাড়ির কেকে রায় সড়কের স্টিফেন ভাত ঘরের পরিচালক আনোয়ার বলেন, পর্যটক আসলে রেস্টুরেন্টে ভালো কেনাবেচা হয়। গত কয়েক দিন ধরে পর্যটক কম আসতেছে। বিজুফুল রেস্টুরেন্টের পরিচালক দিপালো চাকমা বলেন, পরিবহন ধর্মঘট রেস্টুরেন্ট ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে। একই চিত্র রিজাভ বাজার, বনরূপাসহ অন্যান্য এলাকার রেস্টুরেন্টগুলোতে। 

রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, হোটেলগুলোতে বুকিং কমে গেছে। নতুন কোন টুরিস্ট আসছে না। নিজস্ব গাড়িতে কিছু সংখ্যক পর্যটক আসতেছে। এ সংখ্যা খুবই কম। 

হোটেল মতি মহলে পরিচালক শফিউল আজম বলেন, গণ পরিবহনে পর্যটক আসা বন্ধ হওয়ায় আমাদের মোটেলে বুকিং অর্ধেকের বেশি কমে গেছে। আগে করা কিছু বুকিংও বাতিল করা হয়েছে। 

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, পর্যটকেরা বুকিং কমিয়ে দিয়েছে। যারা আগে বুকিং দিয়েছিল গত শনিবার পর্যন্ত ঠিক ছিল। এখন বাতিল করা হচ্ছে। অনেকে ব্যাক্তিগত পরিবহনে আসতেছে। এ সংখ্যা তেমন বেশি নয়। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত