হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরিবহন ধর্মঘটে রাঙামাটিতে পর্যটক অর্ধেকে নেমে এসেছে

রাঙামাটি প্রতিনিধি

পরিবহন ধর্মঘটে রাঙামাটিতে পর্যটক অর্ধেকে নেমে এসেছে। গণপরিবহনে পর্যটক আসা বন্ধ থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা। ব্যক্তিগত পরিবহনে কিছু সংখ্যক পর্যটক আসলেও এ সংখ্যা তেমন বেশি নয়। 

আজ রোববার শহরে রেস্টুরেন্টগুলো বেশ খালি পড়ে থাকতে দেখা গেছে। রাজবাড়ির কেকে রায় সড়কের স্টিফেন ভাত ঘরের পরিচালক আনোয়ার বলেন, পর্যটক আসলে রেস্টুরেন্টে ভালো কেনাবেচা হয়। গত কয়েক দিন ধরে পর্যটক কম আসতেছে। বিজুফুল রেস্টুরেন্টের পরিচালক দিপালো চাকমা বলেন, পরিবহন ধর্মঘট রেস্টুরেন্ট ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে। একই চিত্র রিজাভ বাজার, বনরূপাসহ অন্যান্য এলাকার রেস্টুরেন্টগুলোতে। 

রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, হোটেলগুলোতে বুকিং কমে গেছে। নতুন কোন টুরিস্ট আসছে না। নিজস্ব গাড়িতে কিছু সংখ্যক পর্যটক আসতেছে। এ সংখ্যা খুবই কম। 

হোটেল মতি মহলে পরিচালক শফিউল আজম বলেন, গণ পরিবহনে পর্যটক আসা বন্ধ হওয়ায় আমাদের মোটেলে বুকিং অর্ধেকের বেশি কমে গেছে। আগে করা কিছু বুকিংও বাতিল করা হয়েছে। 

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, পর্যটকেরা বুকিং কমিয়ে দিয়েছে। যারা আগে বুকিং দিয়েছিল গত শনিবার পর্যন্ত ঠিক ছিল। এখন বাতিল করা হচ্ছে। অনেকে ব্যাক্তিগত পরিবহনে আসতেছে। এ সংখ্যা তেমন বেশি নয়। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি