কক্সবাজারের চকরিয়ায় মালবোঝাই লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাওলানা মো. জসিম উদ্দিন (৪৯)। তিনি বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বানিয়াছড়া বাজারের ব্যবসায়ী ছিলেন।
চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা বাঁশবোঝাই একটি লড়ি কক্সবাজার যাচ্ছিল। লড়িটি অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চকরিয়া মহাসড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। পরে ওই দোকানের ভেতরে ঢুকে পড়ে। এ সময় লড়িটি ব্যবসায়ী জসিম উদ্দিনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত লড়িটি জব্দ করা হয়েছে। তবে, চালক পলিয়ে গেছেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।