হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে সালিস করতে গিয়ে মার খেলেন আ.লীগ নেতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে সামাজিক সালিস করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন মোহাম্মদ আবদুল মান্নান নামে এক আওয়ামী লীগ নেতা। আবদুল মান্নান কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জুলধা ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।   

স্থানীয়রা জানান, শিকলবাহা ইউনিয়নে নারীসংক্রান্ত বিষয় নিয়ে জুলধা এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তর্কবিতর্ক হয়। পরে এ ঘটনায় দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জুলধা এলাকায় বৈঠকে বসে সমাধানের চেষ্টা করেন আবদুল মান্নান। বিকেলে সালিস বৈঠকে উভয় পক্ষের তর্কাতর্কিতে একপর্যায়ে স্থানীয় লোকজন হামলা করেন আব্দুল মান্নানের ওপর। এ সময় তিনি মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পান। 

বিষয়টি নিশ্চিত করে জুলধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী বলেন, ‘মান্নানের ওপর হামলার ঘটনা ঘটেছে শুনেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি।’ 

কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা মান্নানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ