হোম > সারা দেশ > নোয়াখালী

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নোয়াখালীতে এসে যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নূর নবী (২০) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গতকাল রোববার রাতে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই যুবকের পেটে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক নূর নবী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মধ্য হ্নীলা পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার জাকির আহমদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে অভিনব কায়দায় একটি ইয়াবার চালান নোয়াখালীতে আসছে। এমন তথ্য পেয়ে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হজনীখাল বিটি মার্কেট এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নূর নবীকে আটক করা হয়। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ১৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।  

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত