হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে ঘুরতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্কে ঘুরতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া মাদ্রাসাছাত্র হলো মানিকছড়ি গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ইসরাফিল (১৫)। সে উপজেলা সদরের কাশিমুল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। 

মাদ্রাসাছাত্রের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন। তিনি বলেন, ‘ইসরাফিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কের পরিচালক সাদাব ইয়াছিন বলেন, ‘ঈদের দিনদুপুরে ইসরাফিলসহ তিনজন সহপাঠী পার্কের হ্রদে নৌকা নিয়ে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকা পাড়ে ভিড়িয়ে হ্রদে নেমে পড়ে সে। এরপর আবারও লাফ দিয়ে নৌকায় উঠতে গিয়ে উল্টে পড়ে যায় ইসরাফিল।

সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় ইসরাফিল। একপর্যায়ে তাকে পানির নিচ থেকে স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে আনেন। এ সময় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দিন জানান, মাদ্রাসাছাত্র ইসরাফিলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, পানিতে তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্রকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির