হোম > সারা দেশ > খাগড়াছড়ি

স্ত্রী ও শ্বশুরের ওপর অভিমান করে নিজ ঘরে আগুন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে স্ত্রী ও শ্বশুরের ওপর অভিমান করে নিজ ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার  অভিযোগ উঠেছে।  গতকাল শনিবার রাতে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের পূর্ববলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত মো. মিজান (৩২) পূর্ববলিপাড়া এলাকার মৃত আবদুল মান্নান চকিদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর পূর্বে শ্বশুর বাড়ির সঙ্গে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী জান্নতুল ফেরদৌসকে তাঁর বাবার বাড়িতে যাতায়াত সহ যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেন স্বামী মিজান। গতকাল শনিবার শ্বশুর নোয়াখালী থেকে মেয়ে ও নাতি-নাতনিদের দেখতে  মেয়ের জামাইর বাড়িতে আসেন। নিজ ঘরে শ্বশুরকে দেখে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা স্ত্রী ও তিন সন্তানকে বাইরে বের করে ঘরে তাল দিয়ে আগুন ধরিয়ে দেয় মিজান। 

ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ফায়ার সার্ভিস আসার আগেই মাটির তৈরি টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় অন্তত ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি জানান। 

রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক মিজান পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ