হোম > সারা দেশ > ফেনী

বিয়ে করা হলো না লিটনের, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে প্রাণ গেল তাঁর

ফেনী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞার জগৎপুর গ্রামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম নুরুল হুদা লিটন (৩৫)। দক্ষিণ আফ্রিকার সময় গতকাল শুক্রবার রাতে জোহান্সবাগে হিলবো শহরে এ ঘটনা ঘটে। 

নুরুল হুদা লিটন দাগনভূঞা সদর ইউনিয়নের জগতপুর গ্রামের লাল মোহাম্মদের বাড়ির এবাদুল হকের ছেলে। এবাদুল হকের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে লিটন ছিল সবার বড়। মেজ ছেলে সৌদি আরব এবং ছোট ছেলে মিঠু দক্ষিণ আফ্রিকা তাঁর সঙ্গে থাকেন। 

নিহতের চাচাতো ভাই মনির হোসেন সবুজ আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাতে নিজের গ্রোসারি ব্যবসার প্রতিষ্ঠান থেকে নাশতা করতে বের হয়ে গাড়িতে উঠতে গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যুর খবর আসে। 

পারিবারিক সূত্রে জানায়, লিটন জীবিকার তাগিদে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে নিজে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি এবং তাঁর ছোট ভাই মিঠু সেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সাত মাস আগে সর্বশেষ দেশে এসেছিলেন। এদিকে আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। এজন্য পাত্রীও ঠিক করা আছে। তাঁদের জন্য বাড়িতে তিন তলা ঘরের নির্মাণকাজ চলছে। 

দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়ত উল্লাহ স্বপন বলেন, ‘লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ দেশে আনতে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করছি।’ 

এ বিষয়ে দাগনভূঞার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি দক্ষিণ আফ্রিকায় এখানকার এক যুবক সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন।’

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল