চট্টগ্রামের বোয়ালখালীতে মেহেরুন্নেছা (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেরুন্নেছা পশ্চিম গোমদন্ডী আপেল আহমদ টেক এলাকার জাফর আহমদের মেয়ে। এক বছর আগে পোপাদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের প্রবাসী খায়রুল ইসলাম বাবুর সঙ্গে তাঁর বিয়ে হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আকতার জানান, হাসপাতালে আনার পর ওই গৃহবধূকে মৃত পাই। নিহতের শ্বশুর তোফায়েল আহমদ জানান মেহেরুন্নেছা স্ট্রোক করেছেন। তবে তাঁর গলায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশকে খবর দেওয়া হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।