হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে গুলিতে ২ যুবলীগ নেতা নিহত, এলাকায় উত্তেজনা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে জেলা যুবলীগের দুই নেতা নিহত হয়েছেন। গুলিতে সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ঈমাম ঢাকায় নেওয়ার পথে মারা যান। 

আবদুল্লাহ আল নোমান সদর উপজেলার বশিকপুরের কুশিয়ার কান্দি এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে পোদ্দার বাজারে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেন। 

এ ঘটনার জন্য বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাসেম জিহাদী ও তাঁর সহযোগীদের দায়ী করেছেন নিহত আবদুল্লাহ আল নোমানের ভাই বশিকপুর ইউপির চেয়ারম্যান মাহফুজুর রহমান। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে আবদুল্লাহ আল নোমান ও রাকিব ঈমাম পোদ্দারবাজারে যান। তাঁরা পশ্চিম বাজারে পৌঁছালে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে থাকা রাকিব ঈমাম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় পৌঁছানোর আগেই তিনিও মারা যান। 

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ গুলি ও নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, ‘আবদুল্লাহ আল নোমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, জড়িতদের ধরতে অভিযান চলছে।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক