হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি, অক্ষত উপাচার্য

চবি সংবাদদাতা

দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। তবে অক্ষত রয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।

আজ রোববার নগরীর বায়েজিদ লিংক রোডে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি সুস্থ আছেন এবং ক্যাম্পাসে ফিরে এসেছেন।’

জানা যায়, বেলা তিনটার দিকে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে সাদা পাজেরো গাড়িতে করে বিশ্ববিদ্যালয় থেকে রওনা দেন উপাচার্য। পথে নগরীর বায়েজিদ লিংক রোডে একটি বড় ট্রাক তাঁর গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে গাড়িটি বিকল হয়ে গেলেও অক্ষত ছিলেন উপাচার্য। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে উপাচার্য অন্য একটি গাড়িতে করে ক্যাম্পাসে ফিরে আসেন।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, উপাচার্যের কোনো ক্ষতি হয়নি। তবে তাঁকে বহনকারী গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বড় ট্রাকের ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. মোরশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় উপাচার্যের সুস্থ থাকাই সবচেয়ে স্বস্তির বিষয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ক্যাম্পাসে ফিরিয়ে এনে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ