হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি, অক্ষত উপাচার্য

চবি সংবাদদাতা

দুর্ঘটনার কবলে চবি উপাচার্যের গাড়ি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। তবে অক্ষত রয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।

আজ রোববার নগরীর বায়েজিদ লিংক রোডে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি সুস্থ আছেন এবং ক্যাম্পাসে ফিরে এসেছেন।’

জানা যায়, বেলা তিনটার দিকে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে সাদা পাজেরো গাড়িতে করে বিশ্ববিদ্যালয় থেকে রওনা দেন উপাচার্য। পথে নগরীর বায়েজিদ লিংক রোডে একটি বড় ট্রাক তাঁর গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে গাড়িটি বিকল হয়ে গেলেও অক্ষত ছিলেন উপাচার্য। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে উপাচার্য অন্য একটি গাড়িতে করে ক্যাম্পাসে ফিরে আসেন।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, উপাচার্যের কোনো ক্ষতি হয়নি। তবে তাঁকে বহনকারী গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বড় ট্রাকের ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. মোরশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় উপাচার্যের সুস্থ থাকাই সবচেয়ে স্বস্তির বিষয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ক্যাম্পাসে ফিরিয়ে এনে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা