ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রজাতন্ত্র দিবসের কারণে ভারতে আজ সরকারি ছুটি। ফলে দুই দেশের স্থলবন্দর সীমান্তপথে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আগামীকাল বৃহস্পতিবার সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ বলেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।