হোম > সারা দেশ > ফেনী

লোডশেডিং ও প্রচণ্ড গরমে মারা গেল খামারের ৮০০ মুরগি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, খামার মালিক নজরুল ইসলাম পলাশ।

ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন শুরু করেন। পুরো এলাকা গত দুই দিন বুধবার ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বারবার মোবাইল ফোনে কল দিয়েও কোনো সাড়া পাননি তিনি। ফলে গতকাল বেলা ৩টার দিকে মুরগিগুলো মরে যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, ‘বর্ধিত মূল্যে পোলট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছিলাম। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের ছিল। কিন্তু প্রচণ্ড গরম ও ভয়াবহ লোডশেডিংয়ে আমার ৮০০ মুরগি মারা গেল। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে কীভাবে খামার পরিচালনা করব, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’

অভিযোগের বিষয়ে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এ ছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে ১০ কেভি ভোল্টেজে নেমে যায়। ফলে চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

প্রকৌশলী আরও বলেন, ‘লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের মুরগি মারা গেছে বলে খবর পেয়েছি।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে