ব্রাহ্মণবাড়িয়া জেলা সায়েন্স ফোরামের কমিটি গঠন করা হয়েছে। গত রোববার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে ফোরামের আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৩-২০২৫ মেয়াদের জন্য প্রফেসর আবদুল ওয়াহেদকে সভাপতি ও প্রিন্সিপাল মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করে জেলা সায়েন্স ফোরামের কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ফোরামের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিজ্ঞান চর্চার আবশ্যকতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, অসাম্প্রদায়িক সমাজ গঠনে ও যাবতীয় কূপমণ্ডূকতা থেকে মুক্ত থাকতে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই।’
উল্লেখ্য: চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ফোরামের যাত্রা শুরু হয়।