হোম > সারা দেশ > নোয়াখালী

সহকারী শিক্ষিকাকে কিল–ঘুষি মারার ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি 

মো. আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে থানারহাট মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে এক সহকারী শিক্ষিকাকে চুলের মুঠি ধরে কিল–ঘুষি ও লাথি মারার অভিযোগ উঠেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই শিক্ষককে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন সরকার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জানান, গত ৮ অক্টোবর উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধান শিক্ষক (আব্দুল মান্নান) আমাকে চুলের মুঠি ধরে কিল–ঘুষি এবং লাথি মারে। যার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আমি এর প্রতিকার চেয়ে চরজব্বার থানায় একটি এজাহার দায়ের করি। ন্যায় বিচার পেতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই।’

মোশারফ হোসেন নামে স্কুলের একজন অভিভাবক স্কুলের সুনাম নষ্ট করার জন্য আমরা অভিযুক্ত প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইনগত পদক্ষেপ নিতে একটি তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা অফিস ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি। বৃহস্পতিবার স্কুল ম্যানেজিং কমিটির সুপারিশের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি প্রদান করেন।’

এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের মোবাইল ফোনের সংযোগ না পাওয়া তার বক্তব্য জানা যায়নি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন ও স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত প্রধান শিক্ষককে রেজুলেশন করে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।’

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু