হোম > সারা দেশ > ফেনী

ছেলেকে জোর করে মাদ্রাসায় রেখে যান মা, পরদিন মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনীর পুলিশ লাইনস এলাকার মিছবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইসরাফিল হোসেন ইফাতের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মাদ্রাসার ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

ইফাত কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের ওমান প্রবাসী মো. ইয়াসিনের ছেলে। 

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. ইউনুছ জানান, গত ৫ দিন আগে ইফাত মাদ্রাসা থেকে চলে গেলে গতকাল শুক্রবার বিকেলে তার মা জোর করে মাদ্রাসায় রেখে যান। তার নিরাপত্তার কথা চিন্তা করে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে রাখতে অস্বীকৃতি জানালেও তাকে রেখে যাওয়া হয়। একপর্যায়ে ভোরে পড়ার সময় তাকে ক্লাসে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয়। এর কিছুক্ষণ পর বাড়ির মালিক হাজি রিয়াজ উদ্দিন খবর দেন একজন ছাত্রের মরদেহ ভবনের পাশে রাস্তায় পড়ে আছে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ইফাতের সহপাঠী মোবারক হোসেন বলছে, জামা আনতে যাওয়ার কথা বলে তাকে রাত ৩.৫৫ মিনিটে সিঁড়ি দিয়ে ছাদের দিকে ডেকে নিয়ে যায় ইফাত। কিন্তু অন্ধকার হওয়ায় সে আর ছাদে না গিয়ে ৫ তলা থেকে রুমে চলে আসে। পরে ঘটনাটি জানতে পারে সে। 

এ বিষয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. ইফরান খান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ভাঙা বালতি জব্দ করা হয়েছে।’ 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির