হোম > সারা দেশ > ফেনী

ছেলেকে জোর করে মাদ্রাসায় রেখে যান মা, পরদিন মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনীর পুলিশ লাইনস এলাকার মিছবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইসরাফিল হোসেন ইফাতের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মাদ্রাসার ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

ইফাত কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের ওমান প্রবাসী মো. ইয়াসিনের ছেলে। 

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. ইউনুছ জানান, গত ৫ দিন আগে ইফাত মাদ্রাসা থেকে চলে গেলে গতকাল শুক্রবার বিকেলে তার মা জোর করে মাদ্রাসায় রেখে যান। তার নিরাপত্তার কথা চিন্তা করে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে রাখতে অস্বীকৃতি জানালেও তাকে রেখে যাওয়া হয়। একপর্যায়ে ভোরে পড়ার সময় তাকে ক্লাসে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয়। এর কিছুক্ষণ পর বাড়ির মালিক হাজি রিয়াজ উদ্দিন খবর দেন একজন ছাত্রের মরদেহ ভবনের পাশে রাস্তায় পড়ে আছে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ইফাতের সহপাঠী মোবারক হোসেন বলছে, জামা আনতে যাওয়ার কথা বলে তাকে রাত ৩.৫৫ মিনিটে সিঁড়ি দিয়ে ছাদের দিকে ডেকে নিয়ে যায় ইফাত। কিন্তু অন্ধকার হওয়ায় সে আর ছাদে না গিয়ে ৫ তলা থেকে রুমে চলে আসে। পরে ঘটনাটি জানতে পারে সে। 

এ বিষয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. ইফরান খান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ভাঙা বালতি জব্দ করা হয়েছে।’ 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ